বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ ও দর্শনাথীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসনের সমন্বয়ে আনসার বাহিনীর ২১টি ভ্রাম্যমাণ টিম কাজ করছে। এ বছর বোয়ালমারী উপজেলায় ১১৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বোয়ালমারীতে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে আনসার
বাহিনীর ১৬টি টিমে ১৬০জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভ্রাম্যমাণ টিমে ১০ জন করে আনসার বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে। পূজা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের সমন্বয়ে এসব আনসার সদস্যরা স্ব স্ব এলাকায় নিয়োজিত থাকবেন বলে বোয়ালমারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিজুষ কুমার ঘোষ জানান।