ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে ১৮ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫৭ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শনিবার সন্ধ্যায় উচ্চ শিক্ষা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শত শত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে। আহত অনেককে হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলার দায় অস্বীকার করেছে তালেবানরা। তবে এর নেপথ্যে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এর আগে ২০১৮ সালের আগস্টে কাবুলের একটি টিউশন কেন্দ্রে হামলায় ৪৮ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।
কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৮
0
Share.