বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: ‘জাগো নারী এক সাথে, ধর্ষকের প্রতিবাদে’-এ স্লোগানে ধর্ষণসহ নারী নিপীড়নের
প্রতিবাদে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পল্লীসমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সিনিয়র জেলা
ব্যবস্থাপক নয়ন কুমার ঘোষ, মাঠ সংগঠক মিঠু রানী বিশ্বাস, মিঠুন দত্ত, ইউনিয়ন পরিষদের সচিব সুবীর কৃষ্ণ দত্ত, তাহমিনা বেগম, অর্চনা রানী, শোভা রানী, মুনমুন রানী, শৈব্যা বিশ্বাস, যুথিকা, রিনা, চন্দনাসহ অনেকে। বক্তারা, সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নিপীড়ন, সাভারে নীলা হত্যাসহ দেশে ক্রমবর্ধমান ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক
শাস্তির দাবি করেন। এছাড়া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইনকে স্বাগত জানান। মানববন্ধনে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া, কোমলপুর, কুলটি, বিলেরডাঙ্গা এলাকাসহ ছয়টি পল্লীসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
ধর্ষণসহ নারী নিপীড়নের প্রতিবাদে ডুমুরিয়া পল্লীসমাজের মানববন্ধন অনুষ্ঠিত
0
Share.