ট্রাম্পের নির্বাচনী সভার কারণে ৭০০ মৃত্যু, গবেষকদের দাবি

0

ডেস্ক রিপোর্ট: আমেরিকার প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভার কারণে সাতশ’র বেশি মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ৩০ হাজারেও বেশি। সম্প্রতি এক সমীক্ষায় এমনই দাবি করলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।   গবেষকরা জানান , ট্রাম্প ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ টি নির্বাচনী র‌্যালি ও জনসভায় অংশ নিয়েছেন। যেসব স্থানে ট্রাম্প জনসভা বা র‌্যালি করেছেন, সেখানে জীবনের বিনিময়ে মূল্য দিতে হয়েছে সাধারণ মানুষদের। এই সময়ের মধ্যে ৩০ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। তবে জনসভায় উপস্থিত সকলেই যে করোনায় আক্রান্ত হয়েছেন, এমনটা নয়। তবে এই জনসভা থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মত দিয়েছেন গবেষকরা। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে সমীক্ষা করেছেন তার নাম দিয়েছেন— ‘দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিংস অন দ্য স্প্রেড অব কোভিড-১৯: দ্য কেস অব ট্রাম্প র‌্যালিজ’। ট্রাম্পের সমাবেশগুলোয় করোনা ছড়ানোর নেপথ্যে বিপুল উপস্থিতি, সামাজিক দূরত্ব নিশ্চিত্ব না করা এবং সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকরা। দেশে যখন করোনার সংক্রমণ চরম মাত্রায় পৌঁছেছে, মাস্ক ছাড়াই বিভিন্ন র‌্যালিতে অংশ নিতে দেখা গেছে ট্রাম্পকে। নির্বাচনী জনসভা করেছেন। পরে নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। তারপরেও জনসভা করে গেছেন। এর জন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে।  এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন টুইট করে বলেছেন, ডোলাল্ড ট্রাম্প মানুষদের যত্ন করেন না। এমনকি নিজের সমর্থকদেরও ক্ষেত্রেও না।  জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, ‍যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় সত্তর হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

Share.