ঢাকা অফিস: অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের ৩৯ বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদমর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা ই রাব্বী। এর আগে ২০১৩ সালে পদোন্নতিবঞ্চিত বীর মুক্তিযোদ্ধা বিসিএস কর্মকর্তা মো. সাইফুজ্জামান, মো. আমিরুল ইসলাম, মো. খলিলুর রহমানসহ ৩৯ কর্মকর্তা হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে আদালত ওই বছর রুল জারি করেছিলেন।
বিসিএস প্রশাসনের ৩৯ জনকে সচিব পদমর্যাদাসহ সুবিধার নির্দেশ
0
Share.