ডেস্ক রিপোর্ট: ২৭০ ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। তবে এরই মধ্যে সরকার গঠনের প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন তিনি। সরকার পরিচালনায় দায়িত্বভার গ্রহণে ওয়াশিংটনে এ ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রানজিশন ওয়েবসাইটে বলা হয়, মহামারি ও অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদী কর্মকাণ্ডের মতো বিষয়গুলো মোকাবিলায় বাইডেন-হ্যারিস প্রশাসন প্রথম দিন থেকেই কাজ চালিয়ে যাবে। ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি। বরং নিজেকেই বিজয়ী দাবি করেছেন তিনি। ভোট গণনা থামাতে কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও করেছে ট্রাম্প। তবে এসবের মধ্যেই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে বাইডেনের দল।
সরকার গঠনের প্রস্তুতি শুরু করলেন বাইডেন, ট্রানজিশন ওয়েবসাইট চালু
0
Share.