ডেস্ক রিপোর্ট: মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস শুক্রবার থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদার করবে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এমন খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, শুক্রবার বাইডেন ভাষণ দিতে পারেন। এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বাইডেনের এজেন্টরা। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহোয়ান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন যে, তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। জো বাইডেন ও তার নির্বাচনী প্রচারণার দল ডেলাওয়ারের একটি কনভেনশন সেন্টারে অবস্থান করছেন। এদিকে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা না করা হলেও পাল্লা অনেকটাই বাইডেনের দিকে ঝুঁকে আছে। এখন পর্যন্ত ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি। তবে নির্বাচন নিয়ে কোনও পক্ষ না নিলেও বাইডেনের ব্যাপারে সুর বদলাতে শুরু করেছে রাশিয়ার গণমাধ্যম। রুশ সরকার নিরপেক্ষ থাকলেও গণমাধ্যমগুলো এতদিন ধরে ট্রাম্পের পক্ষেই ছিল। ট্যাবলয়েড মস্কোভস্কি কোমসোমোলেটস বলছে, ট্রাম্প এবং বাইডেনের মধ্যে কাউকে বেছে নেয়া অনেকটা দুই ধরনের ক্যাস্টর অয়েলের মধ্যে একটি বেছে নেয়ার মতো।
শুক্রবারই ‘নিরাপত্তা বাড়ানো হবে’ সম্ভাব্য প্রেসিডেন্ট বাইডেনের
0
Share.