ডেস্ক রিপোর্ট: লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭৪ শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাত দিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। আইওএম জানিয়েছে, লিবিয়ার খোমস উপকূলে নৌকাটি ডুবে যায়। ওই সময় নৌকায় ১২০ জনের মতো যাত্রী ছিল। নৌকাডুবির পরই লিবিয়ার কোস্ট গার্ড ও জেলেরা ৪৭ জনকে জীবিত উদ্ধার করে। এ নিয়ে গত ১ অক্টোবর থেকে মধ্য ভূমধ্যসাগরে আটবার নৌকাডুবির ঘটনা ঘটল।আইওএমের তথ্য অনুযায়ী, এ বছর ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে বিলম্বের জন্যেও অনেকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ইউরোপে যেতে ব্যর্থ হয়ে ১১ হাজারের বেশি মানুষ লিবিয়ায় ফিরে গেছে।
লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৭৪ শরণার্থীর মৃত্যু
0
Share.