ডেস্ক রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ এক গোপন অভিযানে আল-কায়েদার সেকেন্ড ইন কমান্ডকে হত্যা করেছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে এ দাবি নাকচ করে দিয়ে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দফতর। শনিবার (১৪ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা, ইরানের রাষ্ট্রিয় গণমাধ্যম ইরনা একাধিক প্রতিবেদনে এসব তথ্য জানায় নিহত দাবি করা আল-কায়েদার ওই নেতার নাম আবু মোহাম্মদ আল-মাসরি উল্লেখ করা হয়। শুক্রবার নিউইয়র্কস টাইমের ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৯৮ সালে আফ্রিকাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলাকারী গত আগস্টে যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরাইলের গোয়েন্দা সংস্থার চালানো অভিযানে নিহত হয়েছেন। ওই অভিযানে একটি মোটরসাইকেলে করে দু’জন লোক তাকে গুলি করে হত্যা করে। তবে, ইরানের প্রেসিডেন্টের দফতর এটিকে ইরানের বিরুদ্ধ তথ্য সন্ত্রাস ছড়ানোর একটি উদাহরণ বলে উল্লেখ করেন। নিহত মাসরি আলকায়েদার বর্তমান প্রধান মিশরের নাগরিক আয়মান আল জাওয়াহিরির একান্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তেহরানে আল-কায়েদা নেতা নিহতের দাবি, ইরানের অস্বীকার
0
Share.