স্পোর্টস ডেস্ক: ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে জার্মানরা। প্রথম গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয় ৪১ মিনিট পর্যন্ত। শুরুর গোলটা করেন গিনটার। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও বেশি গোছানো ছিল জার্মানি। ৪৯ মিনিটে লিওনের গোলে বাড়ে ব্যবধান। শেষ দুটি গোল করে প্রতিপক্ষের ম্যাচে ফেরা আরও অসম্ভব করে তোলেন টনি ক্রুস। তবে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেলেও তা থেকে লক্ষ্য ভেদ করতে পারেনি বেলারুশ। বরং দারুণভাবে তা রুখে দিয়েছেন গোলকিপার ম্যানুয়েল নয়্যার। একই গ্রুপের আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ড গোলশূন্য ড্র করেছে নেদারল্যান্ডসের সঙ্গে। আয়ারল্যান্ড জয় পেতে ব্যর্থ হওয়ায় এই গ্রুপ থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে গেছে ডাচদের। এরফলে নর্দার্ন আয়ারল্যান্ডকে প্লে অফ খেলেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করতে হবে। জার্মানির মতো চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াও। ‘ই’ গ্রুপের এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও তারা স্লোভাকিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ের পর গ্রুপের শীর্ষে থেকে মূল পর্ব নিশ্চিত করলো ক্রোয়েশিয়া। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। একই গ্রুপ থেকে আজারবাইজানকে ২-০ গোলে হারিয়ে ওয়েলস চূড়ান্ত পর্বের আশা এখনও বাঁচিয়ে রেখেছে। ক্রোয়েশিয়া গ্রুপের শীর্ষে থাকায় পরের ম্যাচে হাঙ্গেরিকে হারালেই দ্বিতীয় দল হিসেবে টিকিট কাটবে তারা। গ্রুপ আই-তে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেও জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে বেলজিয়াম। রাশিয়াকে হারিয়েছে ৪-১ গোলে।
ইউরোর মূল পর্বে জার্মানি-ক্রোয়েশিয়া
0
Share.