ডেস্ক রিপোর্ট: ইথিওপিয়ার তাইগ্রের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। সেখানে সরকারি দল ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীনদের সাথে বিরোধীদের দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড। খবর আল জাজিরার। রোববার বাসটি দেশের উনবেরা থেকে যাত্রী নিয়ে চাগনির দিকে যাচ্ছিল। এক বিবৃতিতে ইথিওপিয়ান মানবাধিকার কমিশন বলেছে, বেনিশানজুল–গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় শনিবার রাতে কয়েকজন বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠে হামলা চালায়। হামলায় তাৎক্ষণিকভাবে ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই সংখ্যা বাড়তে পারে। ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলেছে, দেবাট প্রশাসনিক এলাকায় বাসে ওই হামলা ছাড়াও ওই দিনই অন্য তিনটি এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। সেই সাথে সংঘাতের কারণে নিরাপদে আশ্রয় নেওয়া লোকদের ওপরও হামলার খবর পাওয়া গেছে। গত অক্টোবরেও একই ধরনের হামলায় ১৫ জন নিহত হয়।
ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪
0
Share.