সোমবার, জানুয়ারী ২০

গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি : ভোট ডাকাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতাকর্মীর নামে ভিত্তিহীন, মিথ্যামামলায় গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১৮ নভেম্বর বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধা জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের সারকুলাররোড়ে প্রদক্ষিন শেষে জেলা বিএমপির কার্যলয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেন্দ্র কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরি, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক, আলামিন প্রমূখ। বক্তারা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীর নামে ভিত্তিহীন, মিথ্যামামলায় গ্রেপ্তার ও হয়রানির তীব্র প্রতিবাদ জানান এবং সেই সাথে গ্রেপ্তার, হয়রানির বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবী জানান।

Share.