ঢাকা অফিস: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং কবি-লেখক হিমেল বরকত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪২ বছর। শনিবার অনলাইনে ক্লাস নেয়ার সময় তার হার্ট অ্যাটাক হলে ভর্তি করা হয় বারডেমে। হিমেল বরকত স্ত্রী, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ধানমন্ডিতে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জানাজা শেষে বাগেরহাটের মোংলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। হিমেল হিমেল বরকত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ছোটভাই। ভাইয়ের মতো তিনিও কবি হিসেবে পরিচিত ছিলেন এবং ভাইয়ের মতোই অল্প বয়সে চলে গেলেন না ফেরার দেশে।
হৃদরোগে কবি হিমেল বরকতের মৃত্যু
0
Share.