ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে গত ২ জানুয়ারি নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে তাকে ওই পদেই নিয়োগ দেয়া হলো। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজির অধ্যাপক মো. ময়নুল হককে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তাকে চুক্তিতে নিয়োগ দেয়া হলো।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফারের চুক্তির মেয়াদ বাড়ল
0
Share.