ডেস্ক রিপোর্ট: ভারতরে উত্তর প্রদেশের অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বিমানবন্দর’ করার প্রস্তাব পাস হয়েছে রাজ্য সরকারের মন্ত্রিসভায়। আজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হয়। এখন তা দেশের বেসামরিক বিমান মন্ত্রণালয়ে পাঠানো হবে। রাজ্য সরকার বলছে, অযোধ্যা শহরকে বিশ্বমানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরাই সরকারের লক্ষ্য। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে একটি আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থার সাহায্যও নেওয়া হবে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইটারে লেখেন, ‘মন্ত্রিসভায় অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে ‘মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের’ নামে করার প্রস্তাব পাস হয়েছে। আপনাদের সরকার শ্রীরাম লালার শহর অযোধ্যাকে বিশ্বমানের ধর্মীয় স্থান হিসেবে গড়ে তোলায় সংকল্পবদ্ধ।’অযোধ্যা বিমানবন্দরকে আমূল বদলে ফেলা হবে বলে ২০১৮ সালেই ঘোষণা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। অভ্যন্তরীণ ছাড়াও সেখানে আন্তর্জাতিক টার্মিনাল গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
এবার ‘শ্রীরামের’ নামে অযোধ্যা বিমানবন্দর
0
Share.