মেসির সঙ্গে আমার কোনো বিবাদ নেই : গ্রিজম্যান

0

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনায় নাকি লিওনেল মেসির একচেটিয়া আধিপত্য। ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যানের জীবন নাকি অতিষ্ঠ করে দিয়েছেন বার্সা অধিনায়ক। সম্প্রতি গ্রিজম্যানের সাবেক এজেন্ট এরিক ওলহাটস এমন মন্তব্য করেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন গ্রিজম্যান নিজেই। মেসির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে, তা ভিত্তিহীন। স্পেনের দৈনিক মার্কাকে গ্রিজ়ম্যান বলেন, ‘আমার বোন এখন আমার এজেন্ট। সে কখনো কোনো কথা বলে না। আমার মা-বাবা পর্যন্ত কোনো মন্তব্য করেন না। এরিক নিজের মতো কিছু কথা বলেছে। যা আমার সঙ্গে মেসির সম্পর্ক খারাপ করে দিতে পারে। অথচ সবাই জানে, ওকে (মেসি) আমি কতটা শ্রদ্ধা করি। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।’ ফরাসি তারকা আরো বলেন, ‘ওর সঙ্গে কোনো কথা বলি না আমি। আমার কাছে তার ফোন নম্বরও নেই।’ এদিকে লা লিগায় হতাশায় ডুবতে থাকা মেসি-গ্রিজম্যানের দল চ্যাম্পিয়ানস লিগে নিজেদের মেলে ধরেছে। টানা জয়ের ছন্দ ধরে রেখে শেষ ষোলোর টিকেট পেয়েছে বার্সেলোনা। গতকাল মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। একবার করে জালের দেখা পেয়েছেন গ্রিজম্যান ও সার্জিনো দেস্ত।অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচটির দলে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোম্যান। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে বার্সা। ছিলেন না দলের সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। অমন ম্যাচে খুব আগ্রাসী ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি।

Share.