আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

0

ঢাকা অফিস: রাজধানীর ধানমণ্ডি ও সাভারের জিনজিরা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় তিন জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম। র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘চলতি বছরের জুলাই মাসে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তার করি আমরা। তাদের দেওয়া জবানবন্দিতে কিছু নাম উঠে আসে। সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাজধানীর ধানমণ্ডি ১৫ নম্বর থেকে নাহিদ মিনা (২৭) ও সাভারের জিনজিরা থেকে তুষার (১৭) ও সালাম (২৫) নামের তিনজনকে গ্রেপ্তার করেছি।’ সাজেদুল ইসলাম আরো বলেন, ‘গ্রেপ্তারের সময় আমরা তাদের কাছে যে মোবাইল পেয়েছি, সেখানে দেখা গেছে তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে গোপনে জঙ্গি কার্যক্রমের জন্য অর্থ জোগাড় করত। এ ছাড়া তারা দেশে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়। তারা ভাবে, দেশে আইনের শাসন নেই। সেজন্য যুদ্ধ দরকার।’ গ্রেপ্তারকৃতরা গোপনে গোপনে নতুন নতুন সদস্যও সংগ্রহ করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য তাঁরা নিজেরাই স্বীকার করে নিয়েছেন বলে দাবি করেন র‍্যাবের এই কর্মকর্তা।

Share.