বোয়ালমারীতে ৪টি ক্লিনিককে ১৭ হাজার টাকা জরিমানা

0

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত চারটি ক্লিনিককে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে। আদালত সূত্রে জানা যায়, ক্লিনিকগুলোতে সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্বর্ণা সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার, বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত কোহিনুর  ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালকে ৪ হাজার, ওয়াপদা মোড়ে অবস্থিত সেতু সার্জিক্যাল ক্লিনিককে ৫ হাজার এবং বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আল নূর চক্ষু ও জেনারেল হাসপাতালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৩ (২) ধারায় এই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান।

Share.