ডেস্ক রিপোর্ট: কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবিয়াত যুদ্ধবন্দি ৮শ’ আইএস সন্ত্রাসীদের মুক্ত করে দেয়ার অভিযোগ তুলল তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ অভিযোগ করে। তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুররিয়াত সোমবার এ খবর প্রচার করে। এক টুইট বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে একমাত্র তুরস্কই ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করে দিয়েছে। কিন্তু অপরদিকে তাল আবায়দে ৮০০ আইএস যুদ্ধবন্দিকে মুক্ত করে দিয়েছে ওয়াইপিজি ও পিকেকে। ২০১৬ সাল থেকে এসব অঞ্চল থেকে সন্ত্রাসীগোষ্ঠী দমনে উত্তর সিরিয়ায় বড় ধরনের তিনটি সামরিক অভিযান পরিচালনা করেছে তুরস্ক। অপারেশনগুলো হল, ওলিভ ব্রাঞ্চ, পিস স্প্রিং ও ইউফ্রেটিস শিল্ড।
মুক্তি পেল ৮০০ আইএস সন্ত্রাসী!
0
Share.