স্পোর্টস ডেস্ক: একে একে তিনটি পরাজয়। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে জয়বিহীন থেকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান। দলের অধিনায়ক যখন মুশফিকুর রহিমের মত বড় তারকা, বেক্সিমকো ঢাকার এমন ফলাফল মেনে নেওয়ার মত না হওয়াটাই স্বাভাবিক। দলের বোলিং নিয়ে খুশি থাকলেও ফিল্ডিংয়ের বেহাল দশা মেনে নিতে পারছেন না মুশফিক। সোমবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের অষ্টম ম্যাচে জেমকন খুলনার কাছে ৩৭ রানে হেরেছে মুশফিকের বেক্সিমকো ঢাকা। ম্যাচ শেষে স্পষ্টতই চাপা আক্ষেপ আর হতাশা ফুটে উঠল মুশফিকের চোখেমুখে। জানালেন, এমন পারফরম্যান্স অব্যাহত থাকলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করতে হবে। মুশফিক বলেন, ‘বোলাররা এই উইকেটে দারুণ করেছে। আমার বোলিং ইউনিট নিয়ে আমি গর্বিত। নাসুম ও শফিকুল সত্য ভালো করেছে। আশা করি পরের ম্যাচে আরও ভালো করবে। তবে ১৪৮ রান তাড়া করার মতই ছিল। জানতাম নতুন বলে কাজটা সহজ হবে না। ৬ ওভারে যদি কোনো উইকেট না হারিয়ে ৩০ রান করতে পারতাম তাহলে সহজেই জিততে পারতাম।’ ম্যাচে যেন মিস ফিল্ডিংয়ের পসরা সাজিয়ে বসেছিল ঢাকা। ভুলের সুযোগ কাজে লাগিয়েছে খুলনাও। মুশফিকের তাই আক্ষেপের শেষ নেই, ‘আমরা অনেক ক্যাচ হাতছাড়া করেছি, রান আউট হাতছাড়া করলে, বিশেষ বরে যখন কিনা রিয়াদ ভাই ব্যাট করছে, নতুন ব্যাটসম্যান ক্রিচে এসে মেরে খেলা এত সোজা না। কিন্তু আমরা সেই সুযোগ হাতছাড়া করেছি। ফিল্ডিং বিভাগে আমরা অনেক তরুণ। তাই ক্যাচ হাতছাড়া করার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। ক্যাচ হাতছাড়া করায় ২০-২৫ রান বেশি হয়েছে।’
ফিল্ডিং নিয়ে হতাশ মুশফিক
0
Share.