বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

0

বাংলাদেশ থেকে গাইবান্ধা জেলা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার জন্য মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হুমকির প্রতিবাদে ১ ডিসেম্বর মঙ্গলবার গাইবান্ধা শহরের ডিবি রোডে এক মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। গাইবান্ধা থিয়েটার এই মানববন্ধনের আয়োজন করে। এতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক, সাংবাদিক, সাহিত্যিক, সমাজকর্মী বিভিন্ন নাট্য সংগঠনের নিজস্ব ব্যানারসহ অংশ গ্রহণ করেন। থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরি সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, সাহিত্যিক-সাংবাদিক গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক ও সুরবানী সংসদের সভাপতি আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গণফোরাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দিপু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, বাসদের মঞ্জুরুল ইসলাম মিঠু, নাট্যকর্মী
খন্দকার শামীম আহমেদ, কবি পিটু রশীদ, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ আমিন, জুলফিকার চঞ্চল, আলাল আহমেদ, সাজু সরকার, ডি.এস মাসুদ, সুজন প্রসাদ, বিপ্লব প্রসাদ, লেবু প্রধান, অ্যাড. মোস্তফা মনিরম্নজ্জামান, মোকছুদ আলম লাল, রওশন আরা মুক্তি, শাহজাহান খন্দকার প্রমুখ। বক্তারা বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। ভাস্কর্য স্থাপনে এই অপশক্তির কোন বাধা এদেশের ধর্মপ্রাণ
মানুষ মেনে নেবে না। বক্তারা মানববন্ধন থেকে প্রতি জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণের দাবি জানান। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও থিয়েটার সংগঠন গুলোর নিজস্ব ব্যানারসহ এই মানববন্ধনে অংশ নেয়। সে সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুরবানী সংসদ, পদক্ষেপ, অন্তরঙ্গ থিয়েটার, সারথি থিয়েটার, পলাশবাড়ির স্বাধীন পলাশ নাট্য সংস্থা, ভবানীগঞ্জ থিয়েটার, পুলবন্দি সাংস্কৃতিক সংস্থা।

Share.