ডেস্ক রিপোর্ট: নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে উঠবেন জো বাইডেন। জানুয়ারির ২০ তারিখের আগেই হোয়াইট হাউস ছাড়তে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ক্ষমতায় থাকতে এবং নির্বাচনে হার না মানতে শেষ চেষ্টা করে যাচ্ছেন তিনি। তবে তার চেষ্টার ফল ট্রাম্প নিজেও বুঝে গিয়েছেন। এবার তার ভাতিজি মেরি ট্রাম্প জানালেন, হোয়াইট হাউস ছাড়ার পরই জেলখানায় যেতে হবে ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ ও প্রতারক বলেও আখ্যায়িত করেন মেরি ট্রাম্প। মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেসকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার বিকল্প নেই। ডোনাল্ড ট্রাম্প গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনো ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে যে দাবি করে যাচ্ছেন সে সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই; কারণ সে কখনোই আইনসম্মতভাবে বিজয়ী হতে পারেনি। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন তার ভাতিজি মেরি ট্রাম্প। এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলারের সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি। ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
হোয়াইট হাউস ছাড়লেই জেলখানায় যাবেন ট্রাম্প: ভাতিজি মেরি
0
Share.