ডেস্ক রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গান দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে। রোববার স্থানীয় গণমাধ্যমকে এ কথা বলেছেন দেশটি বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার রিয়ার এডমিরাল আলি ফাদাভি। ইরানি বিপ্লবী গার্ডের এই কর্মকর্তা বলেন, ২৭ নভেম্বর ১১ জন দেহরক্ষীসহ তেহরানের বাইরে একটি মহাসড়কে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ফাখরিজাদে। এসময় মেশিন গান তার চেহারায় ‘জুম ইন’ করে ১৩ রাউন্ড গুলি ছোরা হয়। ফাদাভিকে উদ্ধৃতি করে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, মেশিন গানটি একটি নিসান পিকআপের ওপর এমনভাবে বসানো ছিল, যেন শুধু ফাখরিজাদে নিহত হন। এজন্যই তার থেকে মাত্র ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) থাকা দূরত্বে থাকা সত্ত্বেও তার গুলি লাগেনি। তিনি বলেন, মেশিন গানটি একটি স্যাটেলাইট ব্যবহার করে ‘অনলাইনে নিয়ন্ত্রণ’ করা হচ্ছিল। আর টার্গেট স্থির করতে ‘অত্যাধুনিক ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার’ ব্যবহার করা হয়। ফাদাভি বলেন, বিজ্ঞানীর সামনে দেহ এগিয়ে দেয়ায় ফাখরিজাদের প্রধান দেহরক্ষীর চারটি গুলি লাগে এবং সেখানে কোনও সন্ত্রাসী ছিল না। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল এবং নির্বাসিত বিরোধী গ্রুপ পিপলস মুজাহিদীন অব ইরান (এমইকে)-কে দায়ী করেছে ইরান। দেশটির রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি হত্যাকাণ্ডের পর জানায়, ঘটনাস্থলে ‘ইসরায়েলি অস্ত্র’ খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ।
স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ফাখরিজাদেকে হত্যা: ইরান
0
Share.