ঢাকা অফিস: ঘনকুয়াশা ও কনকনে ঠাণ্ডা বাতাসের কারণে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটে হঠাৎ শীতের তীব্রতা বেড়ে গেছে। গতকাল সোমবার থেকে এখন পর্যন্ত জেলায় সূর্যের মুখও দেখা যায়নি। হাড় কাঁপানো কনকনে হিমেল হাওয়া ও শীতের তীব্রতায় জনজীবন যেন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে, ঘনকুয়াশার কারণে ট্রেনসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সকাল ১০টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে সীমিত গতিতে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে। এ অবস্থায় দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। কনকনে শীত ও ঠাণ্ড বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে কর্মজীবী মানুষকে ঘরের বাইরে কাজের জন্য বেরুতে হচ্ছে।এদিকে, শীতের তীব্রতা বাড়ায় গত কয়েক দিন থেকে শহরের রেল লাইনের পাশে বসা হকার্স মার্কেটের পুরোনো শীতবস্ত্রের (গরম কাপড়ের) দোকানগুলোতে স্বল্প আয়ের ক্রেতাদের ভিড়ে বেড়েছে।অন্যদিকে শীতের তীব্রতায় ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। জেলার সরকারি হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকগুলোতে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে- এদের কেউ কেউ ঝুঁকি এড়াতে করোনা পরীক্ষা করানোর জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ছুটছেন।
জয়পুরহাটে বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন
0
Share.