স্পোর্টস ডেস্ক: আগেই শীর্ষ ১৬ নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অলিম্পিক মার্শেই’র। সিটিজেনদের মাঠ ইতিহাদে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। চ্যাম্পিয়ন্স লিগের টপ সিক্সটিন নিয়ে এত মাথাব্যথা নেই ম্যানচেস্টার সিটির। কারণ দ্বিতীয় পর্বের টিকিট তারা নিশ্চিত করে রেখেছে আগেই। তবে তারা চিন্তিত সব ধরনের লড়াইয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে। এই ম্যাচেও সার্জিও অ্যাগুয়েরোর সার্ভিস পাবে না সিটিজেনরা। তাছাড়া বাকি সবাই ঠিকঠাক। তবে গার্দিওলা চাইছেন সাইড বেঞ্চটা একটু পরখ করে নিতে। নির্ভার বলেই সুযোগটা পাচ্ছেন এই মাস্টারমাইন্ড। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘প্রতিযোগিতামূলক ম্যাচে নির্ভার থাকার কোন সুযোগ নেই আসলে। কারণ এখানে সব খেলাই সমান। তবে আমরা এই ম্যাচটায় পরীক্ষা-নিরীক্ষা চালাবো। তারপরও লক্ষ্য থাকবে জয় তুলে নেয়া।’ অন্যদিকে, হারানোর কিছু নেই অলিম্পিক মার্শেই’র। শেষ ম্যাচে ফেয়ারলেস ফুটবল খেলে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে চায় ফ্রেঞ্চ ক্লাবটি।
অলিম্পিক মার্শেইর বিপক্ষে নির্ভার ম্যানসিটির
0
Share.