করোনার ঝুঁকি উপেক্ষা করেই ইন্দোনেশিয়ায় নির্বাচন

0

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ইন্দোনেশিয়া জুড়ে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ১০ কোটিরও বেশি মানুষ ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।  প্রাথমিকভাবে সেপ্টেম্বর মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হয় দেশটি। ২৭ কোটি জনসংখ্যার এই দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্র আর জনসংখ্যার দিক দিয়ে চতুর্থ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করেই বুধবার দেশজুড়ে ভোটাভুটি আয়োজন করে কর্তৃপক্ষ। তারা বলছেন, নির্বাচনের কারণে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো ভাইরাস প্রটোকল ব্যাপকভাবে লঙ্ঘিত হতে পারে। ইন্দোনেশিয়ার ইন্সটিটিউট অব সায়েন্সেসের একজন রাজনৈতিক বিশ্লেষক সিতি জুহরো বলেছেন, আমি আশঙ্কা করছি যে, নির্বাচনের পর বহু মানুষ এই ভাইরসে আক্রান্ত হবে এবং মারা যাবে। নির্বাচনে ২৭০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই আসনগুলোর বিপরীতে শত শত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আঞ্চলিক গভর্নর, জেলা প্রধান, মেয়রের মতো পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বড় ছেলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৫ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার মানুষের। এমনকি করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন প্রার্থীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Share.