চৌধুরী কামাল ইবনে ইউসুফের জানাজা বাদ এশা

0

ঢাকা অফিস: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার দুপুর ১টায় রাজধানীর এভার কেয়ার (পূর্বের অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল  এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক এই মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চৌধুরী কামাল ইবনে ইউসুফের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম জানাজা আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টায় ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে শহরের ‘ময়েজ মঞ্জিল’-এ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে। শায়রুল কবির বলেন, কামাল ইবনে ইউসুফের করোনা পজিটিভ ছিল। তিনি এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। প্রবীণ এই বিএনপিনেতা ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।চৌধুরী কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী এবং  ২০০১ সালের সরকারে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

Share.