ঢাকা অফিস: সপ্তাহ দুয়েক আগেও গরম ছিল শীতের সবজির বাজার। প্রতিটি সবজির দাম ছিল অনেক চড়া। বেশি দামে সবজি কিনে মুখ কালো করে বাড়ি ফিরতে হয়েছিল ক্রেতাদের। তবে দুই সপ্তাহের ব্যবধানেই সবজির দাম কমে ক্রেতার নাগালে চলে এসেছে। বরবটি, টমেটো, উস্তা ছাড়া অধিকাংশ সবজি ৩০টাকার নিচে বিক্রি হচ্ছে। তবে দীর্ঘদিন থেকে ৫০টাকা বা তার বেশি দরে বিক্রি হওয়া আলুর দাম এখনো ৪০ এর নিচে নামেনি। শীত যতই বাড়বে সবজির বাজার আরও কমে আসবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রাজধানীর কাঁচাবাজারগুলো শীতের বিভিন্ন টাটকা সবজি ও শাকে ভরপুর। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে, ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। বেশিরভাগ সবজিই পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকার মধ্যে। তাই মানুষও সবজি কিনছেন স্বস্তিতে। শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, খিলগাঁও বাজার, বেশ কয়েকটি সুপার শপ ও ভ্রাম্যমাণ সবজির দোকান ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। ফুলকপি ও বাঁধাকপির পিস ২০ থেকে ৩০ টাকা। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজি। দেশি গাঁজর ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এছাড়া বেগুন ও পটল ৩০ থেকে ৪০ টাকা। উস্তা ৪০ থেকে ৫০ টাকা, একই দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স। আমদানি করা পাকা টমেটো ৮০ থেকে ১০০ টাকা। বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।পেঁয়াজের বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা। আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে বিক্রি হচ্ছে।পঞ্চাশের ঘর থেকে নেমে ৪০ থেকে ৪৫ টাকায় খোলা বাজারে বিক্রি হচ্ছে আলু। বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।এদিকে সুপারশপ ঘুরে দেখা যায়, পুরাতন আলু ৪০, নতুন আলু ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ৫৪, আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকা, থাই পেঁয়াজ ৩২ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চায়না আদা ১৮০ কেজি, ভারতীয় রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সবজির মধ্যে সাদা শিম ২৮ টাকা, আমদানি করা টমেটো ৯০-৯৫ টাকা, ফুলকপি ২৫ টাকা পিস, বাঁধাকপি ৩০-৩৫ টাকা পিস, চায়না গাঁজর ৭০ টাকা, দেশি গাঁজর ৪৮, হাইব্রিড শশা ৪৫-৫০ টাকা, দেশি শশা ৬৫-৭০ টাকা, দানা সিম ৪৮-৫২ টাকা, তাল বেগুন ৪৫-৫০ টাকা, লম্বা বেগুন ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।পুঁইশাক ১৮ টাকা, ডাটাশাক ৮ টাকা, লাউশাক ১০ টাকা, পেঁয়াজ পাতা ৩৫ টাকা, কলিসহ পেঁয়াজ ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণ বাজারে লেবুর হালির ২০ থেকে ২৫ টাকা। সুপারশপে লেবু মিলছে ২৪ টাকা হালি দরে। সুপারশপে প্রতি পিস লাউ ৩৫-৩৮ টাকা। একই দরে লাউ বিক্রি হতে দেখা গেছে নগরের অন্যান্য খোলাবাজারে। ধনিয়া পাতার কেজি ৬০ টাকা।খুচরা দোকানে ডিমের হালি ৩২-৩৬ টাকা হলেও সুপারশপে ডিম মিলছে প্রতি পিস ৭ টাকা ৬০ পয়সা দরে।এছাড়া শীতের আগমন ঘটতেই কমেছে ব্রয়লার মুরগির দাম। বাজারভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। বিক্রিতাদের মতে, এ দাম আরও কমতে পারে।
সবজিতে স্বস্তি, আলু এখনো ৪০টাকা
0
Share.