দেশসেরা ২৫ প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’

0

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সারা দেশের স্বনামধন্য ২৫টি সিনেমা হলে আজ শুক্রবার মুক্তি পেল খ্যাতিমান নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। বিষয়টি নিশ্চিত করেছেন এই ছবির কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা রুম্মান রশীদ খান।‘বিশ্বসুন্দরী’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও পরীমনি। প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা। বিভিন্ন চরিত্রে আরও আছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ অনেকে।ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। অন্যদিকে ছবির সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন। ছবির মুক্তি প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই এগিয়ে আসতে হবে। তাই বড় বাজেটের ছবিটি আমরা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সাহস করলাম।’তিনি আরো বলেন, ‘যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করতে সক্ষম, শুধুমাত্র তাদেরকেই আমাদের ছবিটি দিয়েছি। এ ব্যাপারটা আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছি এবং এখনও করছি। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাস্থ্যবিধি মেনে প্রেক্ষাগৃহে আসুন এবং ছবিটি দেখে মতামত জানান।’ ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসে ‘বিশ্বসুন্দরী’ মুক্তি দেয়া প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ‘এই চলচ্চিত্রটি মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে নির্মিত। তাই বিজয়ের মাসে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ মুক্তিও পেল। আশা করি, সব শ্রেণির দর্শক তাদের পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবেন।’

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বিশ্বসুন্দরী’:স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঢাকা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), বর্ষা (জয়দেবপুর), সেনা অডিটোরিয়াম (নবীনগর, সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), মনিহার (যশোর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), নন্দিতা (সিলেট) এবং অভিরুচি (বরিশাল)।

Share.