রাজধানীজুড়ে ঘুরবে ১০টি হাত ধোয়ার গাড়ি

0

ঢাকা অফিস: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসাধারণকে সাবান দিয়ে হাত ধোয়ার সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকায় চালু হয়েছে ‘হ্যান্ড ওয়াশিং অন হুইলস’। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ও ওয়াটার এইডের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উদ্যোগের সহযোগী হিসেবে রয়েছে সুইডিশ দূতাবাস। মহাখালী, গাবতলী, নিউমার্কেট, কারওয়ান বাজারসহ রাজধানীর জনসমাগমস্থলে ১০টি হাত ধোয়ার গাড়ি ঘুরে বেড়াবে। গাড়িগুলোতে রয়েছে লিকুইড সাবান, পানির ট্যাংক, টিস্যু ও  ডিজিটাল ট্যাব। ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ভাসমান মানুষ, পথচারী, রিকশাচালক গণপরিবহনের চালকদের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান ও এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম।তারা বলেন, ভবিষ্যতে কোভিড-১৯ প্রতিরোধে এই কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। নগরবাসী জানান, সহজে হাত ধোয়ার ব্যবস্থা থাকায় সংক্রমণ ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Share.