ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে করোনার ভ্যাকসিন নেয়ার প্রস্তাব দেয়া হবে। দেশটির ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স সোমবার এ তথ্য জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারের তিনটি শাখার নির্দিষ্ট কর্মকর্তাদের ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে। মূলত সরকারের কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখার পরিকল্পনার অংশ হিসেবেই প্রথমে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের টিকা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তার পরিবারের একাধিক সদস্য এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের পর সুস্থও হয়ে উঠেছেন তারা। তবে প্রস্তাব পেলেও তিনি শেষ পর্যন্ত টিকা নেবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়।রয়টার্স জানিয়েছে, বিদায়ী প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের মতো করে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের টিমকেও এই ধরনের প্রস্তাব দেওয়া হবে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি।সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। প্রথম ৩০ লাখ ডোজ ভ্যাকসিন এই সপ্তাহের মধ্যে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বিতরণ তদারকি কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা।
ফাইজারের ভ্যাকসিন নিতে ট্রাম্পকে প্রস্তাব দেয়া হবে
0
Share.