ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের জেদ্দা উপকূলে একটি তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং জাহাজের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লোহিত সাগরের যেখানে তেল ট্যাংকারটি অবস্থান করেছিল সেটি হচ্ছে সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি বন্দর এবং আরামকো তেল স্থাপনার ডিসট্রিবিউশন সেন্টার।শিপিং ফার্ম বি ডব্লিউ গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে যে, সোমবার দিনের প্রথম দিকে ওই তেল ট্যাংকারে বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ একটি উৎস থেকে জাহাজে আঘাত করা হয়েছে বলে বি ডব্লিউ গ্রুপ জানিয়েছে। সিঙ্গাপুরের পতাকাবাহী বি ডব্লিউ রাইন নামের জাহাজে বিস্ফোরণের পর ২২ নাবিকের সবাই অক্ষত অবস্থায় বের হতে সক্ষম হয়েছেন। বি ডব্লিউ গ্রুপ সতর্ক করেছে- বিস্ফোরণের পর ওই এলাকায় তেল ছড়িয়ে পড়তে পারে। লন্ডনভিত্তিক ড্রাইয়াড গ্লোবাল নামে একটি সামুদ্রিক গোয়েন্দা সংস্থাও এই বিস্ফোরণের কথা জানিয়েছে। ইউনাইটেড কিংডম মেরনি ট্রেড অপারেশন্স ওই এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে কঠোর সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। গত ৬ ডিসেম্বর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বি ডব্লিউ রাইনে প্রায় ৬০ হাজার টন গ্যাসোলিন তোলা হয়েছিল। বর্তমানে ট্যাংকারটির ৮৪ শতাংশ পূর্ণ রয়েছে। উল্লেখ্য, এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় একটি গ্রিক ট্যাংকার। এ ঘটনার জন্য ইয়েমেনি হুথি বিদ্রোহীদের দায়ী করেছিল সৌদি। তবে হুথিরা এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
সৌদির উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরণ
0
Share.