কানাডায় টিকাদান শুরু, বিনামূল্যে দেবে সিঙ্গাপুর

0

ডেস্ক রিপোর্ট: টরেন্টোর একটি বৃদ্ধাশ্রমের সেবিকা আনিতা কুইদানজেনের প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে কানাডায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগের মধ্য দিয়ে কানাডায় সোমবার থেকে এ কার্যক্রম শুরু হয়।  শুরুতে সামনের সারির স্বাস্থ্যকর্মী, বৃদ্ধাশ্রমের সেবকরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন, পর্যায়ক্রমে সাধারণ মানুষকেও টিকার আওতায় আনা হবে। পুরোদমে টিকাদান কর্মসূচি চলছে যুক্তরাজ্যে। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বয়স্কদের প্রাধান্য দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। রাশিয়ায় স্বাস্থ্য ও সমাজকর্মীদের পর এবার সামরিক হাসপাতালগুলোর সেনা ও চিকিৎসা কর্মীদের দেয়া হচ্ছে নিজেদের উদ্ভাবিত স্পুটনিক ফাইভ ভ্যাকসিন। এদিকে, ফাইজার বায়োএনটেকের করোনার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী জানান, ডিসেম্বরের শেষ নাগাদ টিকার প্রথম চালান পৌঁছাবে সিঙ্গাপুরে। দেশটির সব নাগরিককে বিনামূল্যে দেয়া হবে টিকা।ভ্যাকসিন উদ্ভাবনের দৌড়ে এগিয়ে থাকা জার্মানির আরেক ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউরভ্যাক তাদের দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। ২০২১ সালের প্রথম তিন মাসের মধ্যে সব কাজ সম্পন্ন করার আশা করছে প্রতিষ্ঠানটি। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন কার্যক্রম শুরু করার অনুমতি দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী।

Share.