স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। গতকাল সোমবার প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে জেমকন খুলনা। আজকের ম্যাচের জয়ী দল হবে তাদের প্রতিপক্ষ। চলমান টুর্নামেন্টে সবচেয়ে সফল দল চট্টগ্রাম। শুরু থেকে ছন্দে থাকা চট্টগ্রাম টেবিলে এক নম্বরে থেকে শেষ চারে ওঠে। অবশ্য প্রথম কোয়ালিফায়ারে হোঁচট খায় লিটন-সৌম্যর দল। জেমকন খুলনার কাছে হেরে যায় ৪৭ রানে। তবে হারলেও সেরা দুইয়ে থাকার সুবাদে ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে মোহাম্মদ মিঠুনের দল। এদিকে গতকাল এলিমিনেটরের ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে ওঠে বেক্সিমকো ঢাকা। আজ চট্টগ্রামের বিপক্ষে তাদের ফাইনালে যাওয়ার মিশন।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।