বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সূত্রে জানা যায়, পৌর সদরে অবস্থিত ‘রহমান হোটেল’ ও ‘ইসলামিয়া হোটেল’ দুটিকে অপরিস্কার ও অপরিচ্ছন্নতার জন্য হোটেল মালিক মো. আব্দুল্লাহ ও মো. আজাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মুখে মাস্ক না পরে বোয়ালমারী জর্জ একাডেমি নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়ার সময় কামারগ্রাম নিবাসী হেলাল, সোহান, রুমান, ওমর আলী ও জেসানকে রোগ সংক্রামক আইন ২০১৮ এর ২৪(২) ধারায় ৫০০ টাকা জরিমানা করা হয়। পৃথক ঘটনায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স না থাকায় ব্যবসায়ী মো. মাসুদ মিয়াকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি হোটেলকে দশ হাজার, মাস্ক না থাকায় পাঁচ ব্যক্তিকে পাঁচশ এবং ট্রেড লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে পাঁচশ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ১১হাজার টাকা জরিমানা
0
Share.