রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১১

0

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। দেশটির বাশকোতোস্তান অঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধাশ্রমটির পরিচালককে আটক করেছে কর্তৃপক্ষ।  বড় বড় অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভি কমিটির আঞ্চলিক শাখা জানিয়েছে, সুরক্ষা নিয়ম না মানায় অগ্নিকাণ্ডে ঘটেছে এমন সন্দেহে ওই পরিচালককে আটক করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে ওই ব্যক্তির চার বছরের কারাদণ্ড হবে। রাশিয়ার ইমার্জেন্সিস মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালের ইশবুলদিনো গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। গ্রামটি মস্কোর প্রায় ১৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত। তিন ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। মন্ত্রণালয় আরও জানায়, দমকল বাহিনী পৌঁছানোর আগে চারজন ব্যক্তি নিজে নিজে ওই ভবন থেকে বের হতে সক্ষম হয়। ইনভেস্টিগেটিভি কমিটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধাশ্রমের ভেতর ১৫ জন ছিল। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, একতলা কাঠের ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ইমার্জেন্সিস মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা বার্তা সংস্থা তাস’কে জানিয়েছে, ওই বৃদ্ধাশ্রমে ফায়ার ডিটেক্টর ছিল। কিন্তু আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না।

Share.