বঙ্গবন্ধুর কারনেই দেশ স্বাধীন হয়েছিলো : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

0

বাংলাদেশ থেকে পিরোজপুর  জেলা প্রতিনিধি: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী  শ.ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ঘোষনায় সেদিন  এ দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর   জন্ম না হলে এদেশ এমন নেতা পেতো না। আর এ দেশ স্বাধীন হতো না। বিশে^র ইতিহাসে  এতো অল্প সময়ের সংগ্রামে কোন দেশ স্বাধীন হয়নি। স্বাধীনতার ৪৯ বছর পরও স্বাধীনতা বিরোধী চক্র মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। এই অপ শক্তিকে প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুরে বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।  উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা  নির্বাহী কমকর্তা মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে  ও যুবলীগ নেতা এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাকাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, ওসি মো. মুনিরুল ইসলাম মুনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস,  ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মনিরুল ইসলাম আতিয়ার প্রমুখ। এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশে^র উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তারই একক প্রচেষ্টায় পদ্ম সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে।পরে মন্ত্রী উপজেলার  মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা প্রদান করেন ও ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরন করেন।

Share.