বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে চোর আটক

0

বাংলাদেশ থেকে বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধৃত হয়েছে এক চোর। এ ঘটনায় বোয়ালমারী থানায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। আসামীকে শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর ভোর রাতে ২/৩ জনের এক দল গরু চোর পৌরসভার কলারন গ্রামের আরব আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে। গরু তিনটিকে পার্শ্ববর্তী গোল্ডেন জুট মিলের নিকটবর্তী একটি ব্রিজের উপর থেকে ট্রাকে তুলছিল। একটি গরুকে ট্রাকে তোলার পর এলাকাবাসীর ধাওয়া খেয়ে ট্রাক চালক গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় বাকি চোরেরা ট্রাকে উঠে পালাতে পারলেও রবিউল ইসলাম রবিন নামে এক চোর দৌড়ে পালানোর চেষ্টাকালে বোয়ালমারী চৌরাস্তা নামক স্থানে জনতার হাতে ধৃত হয়। রবিউল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় গরুর মালিক আরব আলী বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানায় মামলা করেছে। থানা পুলিশ গরু চোর রবিউল ইসলামকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।

Share.