করোনায় আক্রান্ত ম্যাঁক্রো : আইসোলেশনে যাচ্ছেন ইউরোপীয় নেতারা

0

ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইউরোপের কয়েকটি দেশের নেতা স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনসহ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন ইউরোপের নেতারা। সেখানে এমানুয়েল ম্যাঁক্রোও অংশ নিয়েছিলেন। তাই ম্যাঁক্রোর সংস্পর্শে আসা কয়েকটি দেশের নেতা আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্যালেস এক বিবৃতিতে ৪২ বছর বয়সী ম্যাঁক্রোর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়।সেখানে বলা হয়েছে, আগামী সাত দিন আইসোলেশনে থেকে দেশ পরিচালনার দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।এলিসি প্যালেস ওই বিবৃতিতে বলেছে, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কোভিড-১৯-এর পরীক্ষার ফল পজিটিভ এসেছে।’ ম্যাঁক্রো করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর ৬৭ বছর বয়সী স্ত্রী ব্রিজিতে ম্যাঁক্রোও স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের কাছাকাছি আসেন ম্যাঁক্রো। ওই সময় তাঁদের থেকে সামান্য দূরে ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। অংশগ্রহণকারী ছিলেন- ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট, বেলজিয়ান প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার ডি ক্রু, ইতালীয় প্রধানমন্ত্রী গুইসেপ কোন্তে, ইউরোপীয় পার্লামেন্টের সভাপতি ডেভিড সাসোলি প্রমুখ।

Share.