করজোড়ে কৃষকদের প্রতি মোদির আর্জি

0

ডেস্ক রিপোর্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন কৃষি আইনে ভরসা রাখার জন্য করজোড়ে কৃষকদের কাছে আর্জি জানিয়েছেন। আবার একইসঙ্গে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসার বিনীত প্রস্তাবও দিয়েছেন তিনি।  গতকাল শুক্রবার মধ্যপ্রদেশে এক কৃষক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোদি কৃষি আইন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে কৃষকদের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং কারও কোনো উদ্বেগ থাকলে তা দূর করতে আলোচনায় প্রস্তুত বলে জানান। বিজেপি সরকারের করা বিতর্কিত তিনটি কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে কৃষকেরা তিন সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন। দিল্লি ও আশপাশের এলাকাগুলোতে প্রচণ্ড ঠান্ডায়ও আন্দোলনরত কৃষকেরা তাঁদের দাবিতে অনড় থেকে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কৃষি সংস্কার রাতারাতি করা হয়নি উল্লেখ করে মোদি বলেছেন, গত ২০-৩০ বছর ধরে কেন্দ্র-রাজ্য সবিস্তারে আলোচনা করেছে এই সংস্কার নিয়ে। কৃষি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ এবং বহু প্রগতিবাদী কৃষকেরা এ সংস্কারের পক্ষে কথা বলে এসেছেন।

Share.