ডেস্ক রিপোর্ট: অব্যাহত তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। শুক্রবারও নিউইয়র্কের রাস্তায় ঘণ্টায় ১০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয়। বেশিরভাগ সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় ১৮ টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় মেয়র। তীব্র তুষারঝড়ে দীর্ঘ দশ ঘণ্টা আটকে থাকার পর শুক্রবার এভাবেই নিউইয়র্কের রাস্তা থেকে বরফ সরিয়ে এক বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পুলিশের এক সার্জেন্ট প্রথম বরফের ভেতর ওই গাড়িটি আবিষ্কারের পর ওই ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু করে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। বরফের ভারী আস্তরে রাস্তাঘাট ঢাকা পড়ায় বহু যানবাহন এখনও আটকে আছে সড়কেই। গেল কয়েকদিনে প্রবল তুষারঝড়ে ছয় শতাধিক দুর্ঘটনার খবর মিলেছে শুধু নিউইয়র্কেই। প্রতিকূল আবহাওয়ায় এখনও প্রায় ৯ হাজার বাড়িঘরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে। বরফের ভারী আস্তরে রাস্তাঘাট ঢাকা পড়ায় যানবাহন এখনও আটকে আছে সড়কে। স্থানীয়দের ভোগান্তি পৌঁছেছে চরমে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে বরফ অপসারণের কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।এক স্বেচ্ছাসেবী বলেন, গত ৪০ বছরে মনে হয় এমন ভয়াবহ তুষারপাত দেখিনি। এটা সত্যিই অস্বাভাবিক। স্থানীয় এক বাসিন্দা বলেন, মাত্র এক ঘণ্টার তুষারপাতে লম্বা চওড়া মানুষও তলিয়ে যাবে মনে হচ্ছে। বাসার বাইরে বের হওয়ার কোন প্রশ্নই আসে না। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৮ কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্কের মেয়র অ্যান্ড্রু কুমো।
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল
0
Share.