ডেস্ক রিপোর্ট: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের দুই মাসের মাথায় এবার সংযুক্ত আরব আমিরাতে ইহুদি স্কুল স্থাপন করা হয়েছে। রবিবার দুবাইয়ে এই স্কুলের উদ্বোধন করেন ইসরায়েলের শীর্ষস্থানীয় এক ইহুদি যাজক। উদ্বোধনের সময় ইৎজাক ইউসেফ নামের ওই যাজক আমিরাতের রাজপরিবারের নিরাপত্তার জন্য প্রার্থনা করেন। কট্টরপন্থী হিসেবে পরিচিত ইউসেফ বৃহস্পতিবার আমিরাতে পৌঁছান। উদ্বোধনের পর ইসরায়েলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ইসরায়েল ইন অ্যারাবিক’ শিরোনামে স্কুলটির বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়।টাইমস অব ইসরায়েল বলছে, স্কুল ছাড়াও সফরের অংশ হিসেবে আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন একটি সিনাগগ (ইহুদি উপাসনালয়) উদ্বোধন করেন ইৎজাক ইউসেফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলতি বছরের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। ওই চুক্তির পর আবু ধাবির হোটেলগুলোকে বাধ্যতামূলকভাবে ইহুদি খাবার রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের নাম উল্লেখ না করেই আমিরাতে ব্যবসায়ের ক্ষেত্রে বিদেশিদের শতভাগ মালিকানার বিধান করে কর্তৃপক্ষ।ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় সর্বশেষ ১৩টি মুসলিম দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দেয় আমিরাতি কর্তৃপক্ষ। ২০২০ সালের ১৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, তিউনিসিয়া, ইরান ও সিরিয়া।
এবার দুবাইয়ে ইহুদি স্কুল প্রতিষ্ঠা
0
Share.