ডেস্ক রিপোর্ট: আল জাজিরার অন্তত ৩৬ জন কর্মীর মোবাইল ফোন হ্যাক করা হয়েছে। ইসরায়েলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপের একটি স্পাইওয়্যার দিয়ে কাতারভিত্তিক এই গণমাধ্যমের কর্মীদের ফোন হ্যাক করেছে বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। ইউনিভার্সিটি অব টরোন্টোর সিটিজেন ল্যাব এক গবেষণা প্রতিবেদনে এই হ্যাকিংয়ের বিষয়টি তুলে ধরেছে। সেখানে বলা হয়, আল জাজিরার কর্মী, টিভি উপস্থাপক ও নির্বাহী কর্মকর্তারাও হ্যাকিংয়ের শিকার হয়েছে। আইফোন অপারেটিং সিস্টেমের একটি দুর্বলতা কাজে লাগাতে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও এনএসও গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, এমন অভিযোগের পক্ষে কোনও প্রমাণ নেই। সিটিজেন ল্যাবের গবেষকরা বলছেন, আল জাজিরার সাংবাদিকদের মোবাইল ফোনে নজরদারি চালানো দুই হামলাকারী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকারের হয়ে কাজ করছিল বলে তারা অনেকটাই আত্মবিশ্বাসী। কিসমেট নামের একটি এক্সপ্লয়েট চেইনকে ব্যবহার করে মোবাইল ফোনগুলো হ্যাক করা হয়েছে বলে জানান গবেষকরা। নিজেদের এই ত্রুটি সম্পর্কে অবগত ছিল না আইফোন নির্মাতা অ্যাপল। ওই সময় আইফোনের সর্বশেষ মডেল আইফোন ১১ এবং আইওএস ১৩.৫.১ সংস্করণ হ্যাক করতে পারতো।
ইসরায়েলি স্পাইওয়্যারে আল জাজিরার সাংবাদিকদের তথ্য চুরি
0
Share.