বক্সিং ডে টেস্টেও নেই ওয়ার্নার

0

স্পোর্টস ডেস্ক: বক্সিং ডে টেস্টেও তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোট পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও দলের বাইরে থাকতে হচ্ছে এই ওপেনারকে। আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিডনিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান ওয়ার্নার। এরপর তাঁকে সতীর্থরা ড্রেসিংরুমে নিয়ে যান। তাঁর বদলি হিসেবে সেদিন দলে নেওয়া হয় আরেক বাঁহাতি ডার্সি শর্টকে। চোটে পড়ে সিরিজের শেষ ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্ট মিস করেন অসি তারকা। আশা করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে হয়তো দেখা যেতে পারে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। সিডনিতে ওয়ার্নারের পুনর্বাসন কার্যক্রম চলছিল। সঙ্গে ছিলেন পেসার শন অ্যাবট। দুজনেরই একসঙ্গে পুনর্বাসন কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করে সিডনিতে করোনার প্রকোপ বাড়ায় তাঁদের মেলবোর্নে নিয়ে আসা হয়। কোভিড-১৯ এর নিয়ম মেনে আগামী ৩০ ডিসেম্বর দলে যোগ দিতে পারবেন তাঁরা দুজন। আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে বক্সিং ডে টেস্ট। এর আগে অ্যাডিলেডে প্রথম টেস্টে ভারতকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম পেইনের দল।

Share.