ডেস্ক রিপোর্ট: ভারতে বায়ুদূষণের কারণে গত বছর ১৬ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা ২০১৭ সালের তুলনায় ১৮ শতাংশ বেশি। বিজ্ঞান বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটের এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ভারতের বেশ কয়েকটি শহর রয়েছে। ২০১৭ সালে দূষিত বায়ুর কারণে দেশটিতে ১২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্লেষণে দেখা যায়, দূষণের কারণে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, শ্বাস প্রশ্বাসের সংক্রমণ, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, নিওনেটাল ডিজঅর্ডার এবং ছানিতে আক্রান্ত হয়েছে মানুষজন। জার্নালটি জানিয়েছ, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের রাজধানী হচ্ছে দিল্লি। শীতকালে এই শহরের আকাশ দূষিত বাতাসে ছেয়ে যায়। এর ফলে সবচেয়ে পরিমাণ মাথাপিছু ক্ষতিও হচ্ছে। ল্যানসেট জানিয়েছ, ২০১৯ সালে এত বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হওয়ায় ভারতের ৩৬.৮ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১.৩৬ শতাংশ। জিডিপির হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জনবহুল উত্তরপ্রদেশ ও বিহারের। মাঝে করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও লকডাউন ছিল। এর ফলে সেখানকার বাতাসের মান উন্নত হয়েছিল। কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক হতে থাকায় আবারও খারাপ হতে শুরু করেছে বাতাসের মান।
ভারতে গত বছর বায়ুদূষণে ১৬ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু
0
Share.