ভুটানে সাত দিনের লকডাউন

0

ডেস্ক রিপোর্ট: করোনার সংক্রমণ বাড়তে থাকায় সাত দিনের লকডাউন ঘোষণা করেছে ভুটান সরকার। প্রধানমন্ত্রী লোটে শেরিং বুধবার থেকে সারা দেশে এই লকডাউনের ঘোষণা দেন। ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানায়, ভুটানের প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে বলা হয়, থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্তরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে। পরিস্থিতির নিরিখে জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরো কড়া নিয়ম জারি করতে চাইছে। ভুটানের প্রধানমন্ত্রীও মনে করছেন, দেশজুড়ে লকডাউন দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে। সেই সঙ্গে কমবে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটা জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাত দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।

Share.