ডেস্ক রিপোর্ট: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার আগে সৌদি আরবের কাছে ৪৭৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করতে চাইছে তার প্রশাসন। বিষয়টির সঙ্গে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বলছে, সৌদির কাছে অস্ত্র বিক্রির ব্যাপারে মঙ্গলবারই কংগ্রেসকে অবহিত করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা সৌদির কাছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য নিখুঁত অস্ত্র বিক্রির করতে চায়। যার বাজারমূল্য প্রায় ৪৭৮ মিলিয়ন ডলার বলে জানা গেছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন পেলে সৌদির কারণে সরাসরি অস্ত্র বিক্রি করতে পারবে দেশটির অস্ত্র প্রস্তুতকারক রেথিয়ন টেকনোলজিস করপোরেশন। ওয়াশিংটন পোস্টও একই ধরনের খবর প্রকাশ করেছে। পত্রিকাটি বলছে, ২০১৯ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। তারা বলছে, এই চুক্তির আওতায় সৌদি আরবের কাছে অভ্যন্তরীণ নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থাও বিক্রি করা হবে। আর এর মূল্য ৯৭ মিলিয়ন ডলার। আর মাত্র প্রায় তিন সপ্তাহ হোয়াইট হাউজে থাকতে পারবেন ট্রাম্প। এর আগে এ ধরনের একটি খবর সামনে এলো। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, তারা স্বাধীনভাবে এই খবর নিশ্চিত করতে পারেনি। সৌদির কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের বেশ গভীর সম্পর্ক রয়েছে। তাই তার প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি বেশ জোরালোভাবেই বাস্তবায়ন করা সহজ হয়েছে। এমনকি সাংবাদিক জামাল খাশোগি হত্যাসহ বিভিন্ন ইস্যুতে যুবরাজ মোহাম্মদকে রক্ষা করেছেন ট্রাম্প।
সৌদির কাছে ৪৭৮ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
0
Share.