বাংলাদেশ থেকে নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা যুব ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যুব ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ৩৬ জন নারী ও পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোলী ইউনিয়ন পরিষদের মেম্বার কাছেদ মোল্যা, কদমতলা যুব ফাউন্ডেশনের উদ্যোক্তা রিজমাউল বিশ্বাস, প্রকৌশলী ইমদাদুল ইসলাম, আলিনুর রহমান, গোলাম রাব্বী, খড়রিয়া মাদরাসার শিক্ষক মুফতি আবুজার, মোকতেল শেখসহ অনেকে। কম্বল পেয়ে বয়োবৃদ্ধ সৈয়দ শেখ ও আসমা বেগমসহ অন্যরা বলেন, প্রচন্ড শীতের রাতে শীতবস্ত্রের অভাবে ঘুমাতে পারি না। অভাব-অনটনের সংসারে শীতের কাপড় কেনারও সামর্থ্য নাই। এই কম্বল পেয়ে খুব খুশি হয়েছি। কদমতলা যুব ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রকৌশলী ইমদাদুল ইসলাম ও রিজমাউল বিশ্বাস বলেন, ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এর আগে করোনা সংকটেও আমরা অসহায় মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বর্তমানে ফাউন্ডেশনের সদস্য ৪৭জন। সবার সহযোগিতায় আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
নড়াইলে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
0
Share.