চাঁদপুর জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ থেকে চাঁদপুর জেলা প্রতিনিধি : চাঁদপুর জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৫ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৫ টায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান সভাপতিত্বে ও জেলা সম্মিলিত মানবাধিকার পরিষদ মহাসচিব প্রভাষক ডাঃ শেখ মহসিন ও উদযাপন পরিষদের আহবায়ক কাজী বেলাল এর যৌথ পরিচালনায়দ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা এডভোকেট জিল্লুর রহমান জুয়েল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা: বদরুন নাহার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পরিচালক জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম )ঢাকা, প্রফেসর ডঃ মোঃ লোকমান হোসেন,সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাদাত হোসেন এছাড়া উপস্থিত ছিলেন পিপি চাঁদপুর জেলা চাঁদপুর রনজিত কুমার রায় চৌধুরী ,যুগ্ন-আহবায়ক চাঁদপুর জেলা যুবলীগ মাহফুজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক বামকা চাঁদপুর জেলা কামাল উদ্দিন পাটোয়ারী ,অনুষ্ঠানে করোনা কালিন সময়ে অসামান্য অবদান রাখায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি সহ অন্যান্য অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Share.