ডেস্ক রিপোর্ট: ৬০ বছরের বেশি বয়সী মানুষদের শরীরে করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ প্রয়োগের অনুমতি দিয়েছে রাশিয়া। শনিবার এক ঘোষণায় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘পরীক্ষার পর আমরা প্রমাণ পেয়েছি যে ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন বয়স্কদের শরীরেও নিরাপদ’।গেল ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। কিন্তু স্বাস্থ্য ঝুকিঁর কথা চিন্তা করে প্রথম দিকে ৬০ বছরের বেশি বয়সী মানুষদের ভ্যাকসিন প্রয়োগের তালিকা থেকে বাদ রাখা হয়। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আগেই এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমা্ত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতা চলছে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে। মুনাফা অর্জনের পাশাপাশি রাজনৈতিক স্বার্থ হাসিলের বিষয়টি মাথায় রেখে ভ্যাকসিন উ’পাদনে এগোচ্ছে চীনসহ বেশ কয়েকটি উন্নত দেশ।
৬০ ঊর্ধ্ব রাশিয়ার নাগরিকরা করোনা ভ্যাকসিন নিতে পারবেন
0
Share.